কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন
১৩ মে ২০২২
খড়কুশমা গ্রাম পঞ্চায়েত
গড়বেতা-১ ব্লকের অন্তর্গত খড়কুশমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে "কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মাননীয় যুগ্ম সমষ্টি উন্নয়ণ আধিকারিক শিলাদিত্য জানা মহাশয় । উপস্থিত ছিলেন মাননীয় পঞ্চায়েত নিরীক্ষণ আধিকারিক রুদ্রকান্তি রায়, জেলা ISGPP সেলের মাননীয় সরোজ মাহাতো, মাননীয়া ভারপ্রাপ্ত প্রধান শিবানী হেমরম, সঞ্চালক রাজীব পাঁজা, সাবিনা মণ্ডল, বিনয় পাল, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মাননীয় মহম্মদ মণ্ডল, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কাজল মাহাতো, তুষারকান্তি বাড়ুই, নিতাই পাল, পার্থ খাঁ, সন্তু রাণা, দেবাশিস, জাকির-আল-শাহ সহ সকল আধিকারিক ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সচিব সৌমিত্র রায় ।
No comments:
Post a Comment